chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গুতে রেকর্ড: একদিনেই ১০৩৪ জন হাসপাতালে ভর্তি

দেশে প্রতিনিয়তই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শনাক্তে রেকর্ড ভেঙ্গে আবার নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯২ জনে। এসময়ে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন একজন মৃতসহ এ বছরের মোট মৃত্যের সংখ্যা ১১৩ জন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫৮৯ জন এবং ঢাকার বাইরের ৪৪৫ জন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯২ জনে। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৮৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২০৬ জন।

এর আগে গত ২২ অক্টোবর সর্বোচ্চ ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৩ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৪৫৮ জন।

১৩ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়। এটি এ বছর এক দিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৯৭১ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর