chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়ায় কারখানায় অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের বাকলিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি প্লাস্টিক কারখানা, গুদাম ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।  আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে  প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে নগরীর বাকলিয়ার নোমান কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টার বেশি অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের  সহকারী পরিচালক আব্দুল মালেক বলেন, ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে দুইটি প্লাস্টিক রিসাইকল ফ্যাক্টরি, বিড়ি ও সিগারেটের গুদামসহ বেশ কয়েকটি বসতঘর রয়েছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের ৮ টি গাড়ি উদ্ধার অভিযানে অংশ নেয়। আগুনে ২০ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অভিযানে এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

তবে এ ঘটনায় কারখানা কিংবা গুদাম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

আরকে/নচ

 

 

এই বিভাগের আরও খবর