chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের ১২ মামলা, সিঁড়ি উচ্ছেদ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২১ অক্টোবর) উপজেলার শাকপুরা চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনের নের্তৃত্বে পরিচালিত এ অভিযানে ১২টি মামলায় ২৭ হাজার ৫শ টাকা জরিমানা ও ফুটপাত দখল করায় মার্কেটের সিঁড়ি উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন জানান, শাকপুরা চৌমুহনীতে সড়কের ফুটপাত দখল করায় একটি মার্কেটের সিঁড়ি উচ্ছেদ করা হয়েছে।

সড়ক পরিবহন আইন- ২০১৮, স্থানীয় সরকার (পৌরসভা) আইন- ২০০৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলায় ২৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বালি বহনকারী ট্রাকগুলোকে আবশ্যিকভাবে ত্রিপল ব্যবহার এবং ফুটপাতে স্থায়ী স্থাপনা তৈরি ও মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর