chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স অর্থনীতির এ বছরের নোবেলজয়ীদের নাম ঘোষণা করেছেন।

আজ সোমবার নাম ঘোষণায় অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ। নোবেল পাওয়া অর্থনীতিবিদরা হলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্না, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।

জানা গেছে, ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে এ বছর তারা নোবেল পেয়েছেন। ২০২১ সালের মতো এ বছরও এই পুরস্কার ভাগ করে নিয়েছেন তিনজন।

২০২১ সালে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমবেন্স।

১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কারে গোড়াপত্তন ঘটলেও এ তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে। আর অর্থনীতিতে নোবেল দেওয়া হচ্ছে ১৯৬৯ সাল থেকে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর