chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হামদ-নাত আর দরুদের মুখর জশনে জুলুসে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে, মুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী জশনে জুলুস শুরু হয়েছে। বণার্ড্য জুলুসকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। জুলুসের পতাকা, ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণে সেজেছে নগরীর প্রধান প্রধান সড়ক। জুলুসে বিভিন্ন বয়সের পাশাপাশি শিশু কিশোররাও অংশ নেয়।

রোববার (৯ অক্টোবর) সকাল আটটায় নগরীর ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়। ৫০ তম বারের মতো অনুষ্ঠিত জশনে জুলুসের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আছেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মজিআ)।হামদ-নাত আর দরুদের মুখর জশনে জুলুসে

করোনা সংকটের বিধি নিষেধের দু বছর পর পুররো ঐতিহ্যে ফিরেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (স.)। তাই জুলুসকে ঘিরে চট্টগ্রাম সেজেছে বর্ণিল সাজে। এ উপলক্ষে বেশ কয়েকদিন ধরে ধরে চট্টগ্রাম বর্ণিল সাজে সেজেছে।হামদ-নাত আর দরুদের মুখর জশনে জুলুসে

জশনে জুলুস শেষে নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে দুপুর ১২টায় মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর জোহরের নামাজ ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আনজুমানে এ- রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সহকারী জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন জশনের জুলুসের নানান বিষয় নিয়ে সাংবাদিকদের মতবিনিময় করেন।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর