chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বকাপে আরো ভালো খেলা প্রত্যাশা মিরাজের

টি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে ওপেনিং জুটি। বিশেষ করে তামিম ইকবাল এই ফরম্যাট থেকে অবসর ঘোষণার পর সংকট ঘনীভূত হয়েছে। উপায়ান্তর না দেখে সর্বশেষ তিনটি আন্তর্জাতিক ম্যাচে সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজকে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয়েছে। এই জুটিও তেমন সাফল্য দেখাতে পারেনি।

তার পরও লোয়ার মিডল অর্ডার থেকে ওপেনিংয়ে ব্যাট করাটা উপভোগ করছেন বলে জানালেন মিরাজ।

 

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরাজ-সাব্বিরের ওপরই ভরসা রাখছে বাংলাদেশ। যদিও ওপেনার হিসেবে সৌম্য সরকারকেও দলের সঙ্গে রাখা হয়েছে। নিউজিল্যান্ড থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ বলেছেন, ‘যেহেতু ওপেনিংয়ে একটা সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করছি ভালো ক্রিকেট খেলতে। আমি খুব উপভোগ করছি। সবাই আমাকে সমর্থন করছে। সবাই আমাকে নিয়ে খুব আত্মবিশ্বাসী। আমি নিজেও আত্মবিশ্বাসী। এখন শুধু ভালো ক্রিকেট খেলার অপেক্ষা। ’

 

শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুক্রবার থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। ওই ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে মিরাজ বলেছেন, ‘দেখেন রেজাল্টটা তো আমাদের হাতে না। আমরা যেটা করতে পারি, প্রসেসটা ফলো করতে পারি। আমরা ব্যক্তিগতভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। আশা করি বড় দুটো দলের বিপক্ষে যেহেতু আমরা খেলব, এখানে ভালো খেলতে পারলে আমাদের আত্মবিশ্বাস উঁচুতে থাকবে।  বিশ্বকাপে গিয়ে আরো ভালো খেলতে পারব ইনশাআল্লাহ। ’

এই বিভাগের আরও খবর