chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাগলা মসজিদের দানবাক্সে ১৫ বস্তায় মিলো ৪ কোটি টাকা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ১৫ বস্তা টাকা, চলছে গণনা । ঐতিহাসিক এ মসজিদটিতে আটটি দানবাক্স আছে। প্রতি তিন মাস পর পর এই বাক্সগুলো খোলা হয়। এবার দানবাক্সগুলো খোলা হয়েছে তিন মাস ১ দিন পর ।

আজ শনিবার সকাল পৌনে ৯ টার দিকে দানবাক্সগুলো খোলা হয়

। আটটি দানবাক্সে ৩ মাসে এবার জমা পড়েছে ১৫ বস্তা টাকা । আটটি দানবাক্স খুলে ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে এখন চলছে টাকা গণনার কাজ।

এই কাজে মাদ্রাসার ১১২ জন ছাত্র, ব্যাংকের ৫০ জন স্টাফ, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য অংশ নিয়েছেন। দানবাক্সগুলো খোলার পর গণনা দেখতে মসজিদের আশপাশে ভিড় করছেন উৎসুক মানুষ। তাদের মধ্যে অনেকে এসেছেন দূর-দূরান্ত থেকে।

এই বিভাগের আরও খবর