chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুর্ঘটনায় পা হারালেন বাবা-ছেলে, আত্মহত্যার পথ বেছে নিল ছেলে

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পা হারানো হৃদয় শীলের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে।

গতকাল শুক্রবার দুপুর ২ টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুশীল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

হৃদয় শীল কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্বপন শীলের ছেলে।

হৃদয় শীলের বোন সুমি শীল জানান, আমার ভাই হৃদয় ৭ বছর আগে গাড়ি এক্সিডেন্টে আহত হয়। পরে চিকিৎসার জন্য তার পা অপারেশন করে কেটে ফেলতে হয়। সেই থেকে আমার বাবা স্বপন শীল গাড়ি চালিয়ে তাকে বাড়িতে অবসরে রেখে সংসার চালিয়ে আসছিল। কিন্তু গত শনিবার কেঁওচিয়ার আমতলি এলাকায় আমার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয় এবং আব্বুর অপারেশন হয়, তার পায়েও অপারেশনের মাধ্যমে রড লাগানো হয়। তখন থেকেই আমার আদরের ভাই হৃদয় মানষিক ভাবে ভেঙ্গে পড়েন।

তিনি আরও বলেন, এরপর টেনশনেই আজকে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমরা দুপুরে তার কক্ষের ভিতরে দরজা ভেঙ্গে ভাই এর লাশ নামায়।

স্থানীয় ইউপি সদস্য আবু তালেব হৃদয় শীলের আত্মহত্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সাতকানিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা যুবকের এক লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর