chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেকনাফে নারীর কব্জায় ৩৩ কেজি গাঁজা, অবশেষে ধরা

কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ৩৩ কেজি গাঁজাসহ শাহানা আক্তার নামে এক নারীকে আটক করেছে র‍্যাব। আটক শাহানা টেকনাফের হ্নীলা ইউপির পশ্চিম ফুলের ডেইল এলাকার সাইফুল ইসলাম প্রকাশ অলির স্ত্রী।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) বিল্লাল উদ্দিন।

তিনি জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউপিস্থ পশ্চিম ফুলের ডেইল সাকিনস্থ শাহানা আক্তারের বসতঘরে গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে র‌্যাবের একটি আভিযানিকদল ঐ স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে এক নারী কৌশলে পালানোর সময় তাকে আটক করা হয়। পরে তার বসতঘরের খাটের নিচ থেকে তার নিজ হাতে বের করে দেয়া তিনটি বস্তার ভেতর থেকে ৩৩ কেজি ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত নারী জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

জুঈম/মআ/চখ

এই বিভাগের আরও খবর