ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ জলদস্যু গ্রেফতার
চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় তৈরি অস্ত্র সস্ত্র নিয়ে ফিশিং ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল জলদস্যু বাহিনী। এমর খবর পৌছে যায় থানা পুলিশের কাছে।
সময়ক্ষেপন না করেই অভিযানে নামে টিম বাঁশখালী। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টায় উপজেলার পশ্চিম বড়ঘোনা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেশীয় তৈরি একটি এলজি, এক নলা বন্দুক ও দুটি কার্তুজসহ জলদস্যু বাহিনীর অন্যতম সদস্য নুরুল আমিন (৪৮)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার নুরুল আমিন উপজেলার পশ্চিম বড়ঘোনা গ্রামের মৃত জাফর আহমদের ছেলে।
সম্প্রতি পুলিশের জালে গ্রেফতার হওয়া আরেক জলদস্যু আনছারের কাছ থেকে তথ্য পেয়ে এ অভিযানটি চালানো হয়েছে জানালেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।
তিনি বলেন, অভিযানে অস্ত্রসহ এক জলদস্যুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় অস্ত্রমামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয় বললেন ওসি।
চখ/আর এস