chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা : ২৪ ঘন্টায় দেশে এক মৃত্যু-শনাক্ত ৭০৮

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ২৯ হাজার ৩৬৩ জনে।

তাছাড়া গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭০৮ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন।

আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর