সাতকানিয়ায় ২৭শ পিস ইয়াবাসহ আটক ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ঠাকুরদীঘি বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুই হাজার ৭শ পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ইয়াবা পাচারের গোপন খবরে মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে বিভিন্ন যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. আতাহার আলী শেখ (৪০), মো. রবিউল (৩০) ও মামুনুর রশিদ।
পুলিশ জানায়, তাদের কাছে আগে থেকে ইয়াবা পাচারের গোপন তথ্য ছিলো। তথ্য মতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ঠাকুরদীঘি বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।
রাত আড়াইটার সময় ঢাকাগামী একটি এসি বাসে তল্লাশি চালিয়ে ২১শ’ পিস ইয়াবাসহ দুজনকে এবং সোয়া তিনটার সময় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি অপরজনকে আটক করা হয়।
তথ্যটি নিশ্চিত করে আটক তিনজনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদক আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয় বললেন থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।
চখ/আর এস