হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) কারাবন্দি মো. আনিসুর রহমান (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। কয়েদি নং ৮৫৮৭/এ।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) কারাবন্দি আনিসুর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে বিকাল পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। আনিসুরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানান তিনি।
চখ/আর এস