বিশ্বকাপে খেলা হচ্ছে না বুমরাহর
আগামী মাসে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সে জন্য ভারতের ঘোষিত স্কোয়াডে ছিলেন দলটির সেরা পেসার জসপ্রিত বুমরাহ। তবে বিশ্বকাপে তাঁকে পাওয়া যাচ্ছে না।
অনুশীলনের সময় পিঠে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলেননি বুমরাহ।
তাঁর ইনজুরিটা গুরুত্বরই মনে হচ্ছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই’কে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ‘বুমরাহর পক্ষে কোনোভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সম্ভব হচ্ছে না। পিঠে মারাত্মক চোট রয়েছে তার। ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে। ’
এর আগে এশিয়া কাপেও খেলতে পারেননি বুমরাহ। তাঁর অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতীয় দল। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বুমরাহ। এবার ফের ছিটকে গেলেন তিনি।