chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে এসিবক্সে লুকানো দশ হাজার ইয়াবাসহ আটক ৩

নগরীর শাহ আমানত সেতু এলাকায় ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পুলিশ জানায়, ঢাকায় পাচারের উদ্দেশ্যে বাসের এসিবক্সে জব্দকৃত ইয়াবা লুকিয়ে রাখা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জের তোফাজ্জেল শেখের ছেলে বাস ড্রাইভার দাউদ শেখ (৪২), যশোর সদরের আনসার মণ্ডলের ছেলে হেল্পার টিপু সুলতান (৩৪) ও বগুড়ার শাজাহানপুরের আব্দুল সাত্তারের ছেলে হারুন অর রশিদ (৩৫)।

আজ বুধবার দুপুর ৩টায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর (উত্তর) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে বাসের এসিবক্সের ভেতরে স্ক্রু দিয়ে আটকানো ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়।

এই বিভাগের আরও খবর