chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মারা গেছে উদ্ধার হওয়া ডিভাইসযুক্ত সেই পাখি

কক্সবাজারের মহেশখালীতে উদ্ধার হওয়া জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস (জিপিআরএস) ডিভাইসযুক্ত কালো লেজ জৌরালি পাখিটি মারা গেছে। মঙ্গলবার রাতে উপজেলা বন বিভাগের হেফাজতে পাখিটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী ধলঘাটা ইউনিয়নের বিট কর্মকর্তা নুরুল আলম মিয়া।

তিনি বলেন, সোমবার বিকেল ৫টার দিকে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউপি থেকে নোমান নামে এক কিশোর পাখিটিকে ক্লান্ত অবস্থায় পায়। পরে পাখির শরীরে ডিভাইস দেখে ইউনিয়ন পরিষদে হস্তান্তর করে। পরে পাখিটি আমাদের কাছে হস্তান্তর করেন ধলঘাটা ইউপি চেয়ারম্যান। পাখিটিকে আমাদের হেফাজত রাখলে অসুস্থ হয়েও মঙ্গলবার রাতে মারা যায়।

তিনি আরো বলেন, পাখিটি উদ্ধার হওয়ার ৫-৭ ঘণ্টার মধ্যে এটি কোথাকার চিহ্নিত হয়নি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মূলত গবেষণার জন্য পাখিটির গায়ে ডিভাইস বসিয়েছিলেন এমন খবর পাই। মৃত পাখিটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর