chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনে পুড়ল কুলিং কর্ণার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুড়ে গেছে একটি কুলিং কর্ণার।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চুনতি বাজারের দক্ষিণে এ প্লাজার সোহেল কুলিং কর্ণারে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বুধবার সকালে চা তৈরির উদ্দেশ্যে চুলায় আগুন লাগাতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। দোকানে অন্য দাহ্য পদার্থ থাকায় মুহুর্তের মধ্যেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পার্শ্ববর্তী কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো : হুমায়ূন কবির জানান, চুনতিতে অগ্নিকান্ডের খবর পেয়ে সকাল ৮টার দিকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোহেল কুলিং কর্ণারের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মূলত দোকানটি কুলিং কর্ণার হলেও এখানে বিক্রি করা হতো গ্যাস সিলিন্ডার, ডিজেল এবং অকটেন; যা সম্পূর্ণ বেআইনি। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর