chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ১০দফা দাবিতে রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ

চট্টগ্রামে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে চট্টগ্রামের সকল শাখার সভাপতি-সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতারাও অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, আমাদের ১০ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে রেলওয়ের শ্রমিকরা। শ্রমিকদের অধিকার সমুন্নত করে রাখতে আন্দোলন সংগ্রামের কোনও বিকল্প পন্থা নেই। গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান শ্রমিকবান্ধব সরকারের শাসন আমলে আমরা কখনো ভাবতে পারিনি আমাদের অধিকার হরণ করা হবে। স্মারকলিপি কিংবা আলোচনার আহ্বান, প্রত্যেকটি ধাপই আমরা সম্পন্ন করেছি। এরপরও কোনো সমাধান হয়নি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এখন। এজন্যই বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই ১০ দফা মেনে নেওয়ার মাধ্যমে আমাদের অধিকার বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি।

কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মো. লোকমান হোসেন, উপদেষ্টা অরুণ কুমার দাস, সহ-সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শামীম শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল আলম, কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম সহ চট্টগ্রামের সকল শাখার সভাপতি-সম্পাদকরা।

এই বিভাগের আরও খবর