chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির ২০-২৫ জন নেতাকর্মী নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের দিকে যাত্রা শুরু করে।

মিছিলটি এফ রহমান হলের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা রড লাঠি দিয়ে ছাত্রদলের মিছিলের উপর এলোপাতাড়ি হামলা চালায়।

এর ফলে পিছু হটতে বাধ্য হয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের বেধড়ক পিটুনির শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন ছাত্রদলের বেশ কয়েকজন। প্রাথমিকভাবে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ছাত্রদলের কর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বলেন, ‘ছাত্রলীগের হামলায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর