chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা : ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৭৩৭

সারাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। আগের দিন এই রোগে ৬ জন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

তাছাড়া গেল ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৮৪ শতাংশ। সোমবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪২ শতাংশে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৫ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৭১৮ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৮শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর