chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হিজাব কাণ্ডে তরুণীর মৃত্যু: ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৭৬

ইরানের নীতি পুলিশের হেফাজতে ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভে এখনো পর্যন্ত সব মিলিয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)।

এক বিবৃতিতে সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধভাবে হত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আইএইচআর এর পরিচালক মাহমুদ আমিরি বিবৃতিতে বলেন, ভিডিও ফুটেজ এবং মৃত্যু সনদ (ডেথ সার্টিফিকেট) থেকে তারা নিহতের সংখ্যা নিশ্চিত হয়েছেন। ইরানের পুলিশ প্রকাশে গুলি করছে এমন ভিডিও তাদের কাছে।

‘যথাযথ নিয়ম’ মেনে হিজাব না পরার অভিযোগে মাসাকে তেহরানে আটক করেছিল ‘নীতি পুলিশ’। আটকের পর ‘নীতি পুলিশের’ হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে তেহরানের একটি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মাসার মৃত্যু হয়।

সূত্র: আল আরাবিয়া

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর