chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্দর হাসপাতালে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন

পৃথিবী জুড়ে যখন করোনাভাইরাস বিভিষীকার ন্যায় ছড়িয়ে গিয়েছিলো চট্টগ্রাম বন্দর হাসপাতালে অস্থায়ীভাবে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ডবয়, আয়াসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া ১১৯ জনকে সাম্প্রতিক সময়ে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া একজন নার্স চট্টলার খবরকে জানান, চারদিকের সকল প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করোনাকালে সেবা দিয়েছি। ২ বছর ৩ মাস চাকরির বয়স হয়েছে। এখন চাকরি চলে গেলে আমরা কোথায় যাবো, পরিবারের কী হবে? মানবিক কারণেই আমাদের অব্যাহতি প্রত্যাহার করে চাকরি স্থায়ী করার আকুল আবেদন জানাই কর্তৃপক্ষের কাছে। মানববন্ধনে এ বিষয়ে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এই বিভাগের আরও খবর