chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে চৌকির নিচে মিলল ১৭ হাজার ইয়াবা, ২ যুবক আটক

চন্দনাইশ উপজেলা থেকে ১৭ হাজার ৬’শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। 

গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জামিরজুড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আটক দুইজন উপজেলার জামিরজুড়ি এলাকার মো. বাছা মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন দিদার (২৬), সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, জামিরজুড়ি এলাকায় বাছা মিয়া নামে এক ব্যক্তির টিনের ঘরের ভেতর মাদক মজুত রেখে কেনা-বেচা চলছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ১০টায় ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘরের চৌকির নিচ থেকে ১৭ হাজার ৬’শ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর