chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা : একদিনের ব্যবধানে মৃত্যু-শনাক্ত দুটোই বেড়েছে

দেশে ফের ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় মারা গেছে ৬ জন। আগের দিন এ সংখ্যা ছিলো ২ জন। নতুন ৬ জন নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৫৯ জনে।

তাছাড়া দেশে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ৭১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিলো ৫৭২ জন। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ২২ হাজার ৪০৮ জন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৩৬ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ০৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর