chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে ‘ইয়াবা সম্রাট’ আলমগীর র‌্যাবের হাতে আটক

কক্সবাজারে ২ লাখ ৩৮ হাজার ইয়াবা নিয়ে ‘ইয়াবা সম্রাট’ আলমগীর তার দুই সহযোগীসহ র‌্যাবের হাতে আটক হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ছড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উখিয়া থানার জালিয়াপালং এলাকার মৃত ফরিদ আলমের ছেলে মো. আলমগীর (৩০), একই উপজেলার আঞ্জুমানপাড়ার আলী মিয়ার ছেলে নজরুল মিয়া (২৬) ও পশ্চিম পালংখালীর আবদুল গফুরের ছেলে মুক্তার আহমেদ (৪২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মো. আলমগীর মিয়ানমারের বড় ইয়াবা ব্যবসায়ীদের পরিচয়ের সূত্র ধরে ইয়াবা ব্যবসায় বিনিয়োগ করে একটি সিন্ডিকেট গড়ে তোলে। পরে ওই সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে পালংখালী ইউপি বালুখালী এলাকা দিয়ে ইয়াবার বড় চালান তার ও তার সহযোগীদের বাড়ির মাটির ভেতর পুঁতে রাখে। পরে সেখান থেকে ছোট ছোট চালান বানিয়ে সরবরাহ করে থাকে। এসব কাজে নজরুল মিয়া ও মুক্তারসহ তার সিন্ডিকেটের অন্যান্য আরো সদস্যরা সহযোগিতা করে থাকে। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর