chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যাত্রীর চাপেই নৌকাডুবি: করতোয়া তীরে শোকের মাতম

পঞ্চগড়ে বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে। মৃতদের মধ্যে আটজন শিশু, চারজন পুরুষ ও ১২ জন নারী রয়েছে।

এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আটজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জনের মরদেহ নদীর পাড়ে রাখা হয়েছে। এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন অতিরিক্ত যাত্রীর চাপেই এ নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। কারণ ডুবে যাওয়া নৌকার ধারণ ক্ষমতা ৫০ জন হলেও সেটিতে প্রায় ১৪০ জনের মতো যাত্রী ছিল বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মহালয়া উপলক্ষে দুপুরে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী ছিলেন।

ফলে মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি একপাশে উল্টে যায়। পরে কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনো নিখোঁজ।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের সহযোগিতা করছেন স্থানীয়রা।

নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী রাজু বলেন, ‘মাঝি একাধিকবার নিষেধ করার পরও নৌকায় অতিরিক্ত যাত্রী উঠে পড়ে। নৌকার অনেকেই সাঁতার জানতো না। মাঝ নদীতে যাওয়ার পর যাত্রীরা আতঙ্কে বেশি নড়াচড়া করতে থাকে। তখনই নৌকাটি একপাশ কাত হয়ে ডুবে যায়।’

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাডুবির ঘটনা ঘটেছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী জানান, শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর নৌকাটি দুলতে থাকে। এ সময় মাঝি নৌকাটি ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করলেও পরে ডুবে যায়।

তিনি আরো বলেন, মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

এদিকে এরমধ্যেই নৌকাডুবির একটা ভিডিও দেখা গেছে বিভিন্ন স্যেশাল মিডিয়ায়, সেখানেও দেখা যায় অতিরিক্ত যাত্রীর কারণেই কাত হয়ে ডুবে যায় নৌকাটি।

ভিডিওতে দেখা যায়, করতোয়া নদীতে যাত্রীবোঝাই নৌকাটি উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট থেকে ওপারের উদ্দেশে ছেড়ে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই করায় শুরুতেই এক পাশে কাত হতে দেখা যায় নৌকাটিকে। এরপর ভর সামলাতে না পেরে মাঝনদীতে ডুবে যায় নৌকাটি।

ভিডিওতে দেখা গেছে, যাত্রীদের অতিরিক্ত চাপে আগেই দুর্ঘটনার সংকেত দিচ্ছেন পাড়ে থাকা লোকজন। এসময় মাইকে দুর্ঘটনার শিকার নৌকার মাঝিকে সাবধানতা অবলম্বন করার জন্য বারবার বলতে দেখা যায়। তবে ততক্ষণে আর শেষ রক্ষা হলো না।

এ ঘটনায় করতোয়ার তীরে চলছে শোকের মাতম। স্বজনদের মরদেহ খুঁজতে নদীপাড়ে ভিড় জমিয়েছেন হাজারো মানুষ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর