ওয়াসাতে চোরাই গাড়ীসহ একজন আটক
দুই বছর আগে চোরাই একটি প্রাইভেট কার উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে।
আজ রোববার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে কারটি উদ্ধার করে (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ পুলিশ। এসময় চালক মো ইমতিয়াজ মির্জা (৩৫) আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা ।
অনিল বিকাশ চাকমা বলেন ,চট্টমেট্টো-গ-১১-৭৪৫৩ গাড়ীটি কাগজ না থাকায় সন্দেহ হলে আটক করা হয়। জিজ্ঞাসা বাদে সে আসল ঘটনা শিকার করে ।
তিনি আরো বলেন, প্রাইভেট কারটি উদ্ধার করে পরে খুলশী থানার হস্তান্তর করা হয়েছে। চোরাই প্রাইভেট কার খুঁজে পাওয়ার সংবাদ শুনে এটির মালিক নাহিদা আক্তার মুন্নি হাজির হয়ে ট্রাফিক দক্ষিণ বিভাগ পুলিশকে ধন্যবাদ জানায়।