chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং বন্দেরাজা-এ মহিলা মাদ্রাসা সংলগ্ন কাসেম চেয়ারম্যান বাড়িতে ৫ বছর বয়সী এক শিশু মারা গেছেন।

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ওই বাড়ির একটি পুকুরে নেমে গোসল করতে নামলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম আফিয়া ইবনাত। সে ওই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি প্রতিদিনের মতো আজও সকালে মাদ্রাসায় গিয়ে নূরানীতে ক্লাস করেছে। দুপুরে মাদ্রাসা থেকে ফিরে সে পুকুরে গোসল করতে যায়। সকলের অগোচরে সে পুকুরের পানিতে ডুবে যায়।

পরে বাড়ির লোকজন চারদিকে সবাই খোজাঁখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তার মরদেহ ভাসতে দেখে দ্রুত সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক মো.ওসমান খান তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর