chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বর্ণ চোরাচালান মামলায় চীনা নাগরিককে ৭ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে সোনা চোরাচালান মামলায় ফ্যান রংগুই নামে এক চীন নাগরিককের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা বেগমের আদালত এ আদেশ দেন। ফ্যান রংগুই চীনের জিং ওয়েস্ট আরডি বিয়াং জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নং ইএ ১৭২৪৩৪৮।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘ফ্যান রংগুইয়ের বিরুদ্ধে সোনা চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণ হওয়ায় ৭ বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

জানা যায়, ২০১৯ সালের ৮ মে দুবাই থেকে চট্টগ্রামের হজরত শাহ আমানত (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ফ্যান রংগুই। এ সময় তার ব্যাগ থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়। এ মামলায় ২০১৯ সালের সেপ্টেম্বরে ফ্যান রংগুইকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পতেঙ্গা থানা পুলিশ। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় আদালতে রাষ্ট্রপক্ষে ৯ জনের সাক্ষ্য উপস্থাপন করা হয়।

এই বিভাগের আরও খবর