chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় শর্ট সার্কিটের আগুনে ১৮ গরুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি খামারে আগুন লেগে ১৮ টি দুধের গাভী পুড়ে মারা গেছে। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রেণে আনে।

শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নে সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতি’র খামারে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সুমন।

সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন জানান, আমরা ২০ জন মিলে খামারটি করেছিলাম। খামারে গরু মোটা তাজাকরণ প্রকল্পের অধীনে ১৯ টা গাভী ছিল। এসব গাভী থেকে প্রতিদিন ৭০ লিটারের মত দুধ পাওয়া যেত, যা বিক্রি করে দৈনিক ৪ হাজার টাকার বেশি আয় হতো। আগুনে কোনোভাবে একটি গাভী বাঁচানো গেলেও ১৮ টা পুড়ে মারা গেছে।

জামাল বলেন, ‘কুরবানির ঈদকে উদ্দেশ্য রেখে আমাদের পরিকল্পনা ছিল। যে গরুগুলো পুড়ে গেছে সেসবের দাম অন্তত ৪৫ লক্ষ টাকার মত। সত্যি বলতে আমাদের ২০ জন মানুষের স্বপ্ন পুড়ে শেষ এই আগুনে।’

শক সার্কিট থেকে আগুনের সূত্রাপাত ঘটেছিল বলে জানান রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সুমন। তিনি বলেন, ’৭০ ফুট দৈর্ঘ্যের ও ৩০ ফুট প্রস্থের ওই খামারটি একটি সমিতির অধীনে ছিল। আগুনে ১৮ টি গরু পুড়ে মারা গেছে। যতটুকু জেনেছি বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রাপাত। পৌনে সাতটার দিকে খবর পেয়ে আমাদের ২ টা ইউনিট প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

 

এই বিভাগের আরও খবর