জিইসিতে সেল ফোন রিপেয়ার শপ উদ্বোধন
চট্টগ্রামের প্রাণকেন্দ্র জি ই সি সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে এ সেল ফোন রিপেয়ার (সিপিআর) শপ উদ্বোধন করা হয়েছে।
উক্ত শপে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের কথা চিন্তা করে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, লাইফ টাইম গ্যারান্টি দিয়ে মোবাইল সার্ভিসিং সেবার পাশা-পাশি সুলভ মূল্যে পাওয়া যাবে ইউরোপ আমেরিকা থেকে আমদানিকৃত, সেকেন্ড হ্যান্ড স্বল্প ব্যবহারিত ল্যাপটপ ।
সিপিআর,এই সেবা টি শুভ উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউন্সিলর,গিয়াস উদ্দিন, আরো উপস্থিত ছিলেন সিপিআর এর ব্যবস্থাপনা ও পরিচালক সৈয়দ মোহাম্মদ রাসেল বিশেষ অতিথি আব্দুর রশীদ লোকমান, সহ-সভাপতি মহানগর আওয়ামী লীগ স্বেচ্ছাসেবকলীগ, সৈয়দ আচরা উল্লাহ আদিল সাবেক সদস্য ধর্ম বিষয় উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ, সি পি আর জি ই সি শাখার পরিচালক মোঃ মুক্তার রাসেল ও উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী সহ ছিলেন আরো অনেকেই ।