chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আবারো ‘গোল্ডেন ডাক’ সাকিবের

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার দুবাই গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। এই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে নেই সাকিব আল হাসান। কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে আছেন।

সিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব।

 

ভোরে সিপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও সেন্ট লুসিয়া কিংস। টসে জিতে আগে ব্যাট করে সেন্ট লুসিয়া। ফাফ দু প্লেসির সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে তারা। ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন সাকিব।

১৯৫ রান তাড়া করতে নেমে গায়ানাকে উড়ন্ত শুরু এনে দেন আফগান ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ। দলীয় ৮৫ রানে গুরবাজ ফেরার পর উইকেটে আসেন সাকিব। চার নম্বরে নামা সাকিব প্রথম বলেই আউট, বোল্ড হয়ে যান মার্ক ডেয়ালের বলে। তবে শাই হোপ ও শিমরন হেটমায়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে সাকিবরা ম্যাচটি জিতেছে ৬ উইকেটে।

এই বিভাগের আরও খবর