chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) শান্তিপূর্ণ ভাবে উদযাপনে সিএমপির মতনিবিময়

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) (১২ ই রবিউল আউয়াল) শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপির উদ্দ্যোগে দায়িত্বশীল অন্যান্য সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নগরীর দামপাড়া পুলিশ লাইনস্থ সিএমপির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম (বার)। সভায় পবিত্র মিলাদুন্নবী (সঃ) উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সিএমপি কমিশনার।

এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারিশসহ পুলিশের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ ও পবিত্র মিলাদুন্নবী (স) উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর