chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শেভরণ মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় হাতেনাতে প্রমাণ পেয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ বৃহস্পতিবার দুপুরে দেড়াটার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় আরও একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ গণমাধ্যমকে বলেন, শেভরণ কর্তৃপক্ষ মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট ব্যবহারের কথা অস্বীকার করলেও ল্যাবে পরীক্ষারত অবস্থায় দেখা যায় তারা টেস্ট করছে মেয়াদোত্তীর্ণ রিঅ্যাজেন্ট দিয়ে। তাই প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় শ্রেষ্ঠা মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসিকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর