চমেক হাসপাতালে এসির যন্ত্রাংশ চুরির অভিযোগে আটক ২
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এয়ার কন্ডিশনার (এসি)র যন্ত্রাংশ চুরির অভিযোগে দুজনকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে চোরাই যন্ত্রাংশসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপর এক যুবকের তাৎক্ষনিক পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ। পরিচয় শনাক্ত ব্যক্তিটি হলো ওই হাসপাতালের অস্থায়ী ভিত্তিতে কর্মরত কর্মচারী মিলন।
তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, হাসপাতালের যে কোন অফিস কিংবা ওয়ার্ড থেকে কোন যন্ত্রপাতি বা যন্ত্রাংশ বাইরে নিতে হলে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।
কোন ধরনের অনুমতি না নিয়ে যন্ত্রাংশ হাসপাতাল থেকে বের করা চুরির সামিল। ফলে ‘গাইনি ওয়ার্ডের একটা এসির যন্ত্রাংশ নিয়ে যাওয়ার সময় হাসপাতালের একজন অস্থায়ী কর্মচারীসহ দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বললেন হাসপাতাল কর্তৃপক্ষ।
চখ/আর এস