chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল তিনজনের, সবাই নারী

নগরীতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এর মধ্যে দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও একজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডেঙ্গুতে মারা যাওয়া রোগীরা হলেন- নগরীর পাহাড়তলী এলাকার শিউলি রানী (৪০), খুরশিদা বেগম (৭০) ও মোগলটুলি এলাকার দিল আরা বেগম (৫০)।

আজ  বৃহস্পতিবার  জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী গণমাধ্যকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিভিন্ন সময়ে তিনজন মৃত্যুবরণ করেন। চলতি বছর ডেঙ্গুতে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক অং সুই প্রূ মারমা বলেন, এখনও ২৩ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর এ হাসপাতালে ২০০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগী শনাক্ত হয়েছে ৪০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের ৩২৮ ও ঢাকার বাইরের ১০৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৫৫৭ ডেঙ্গু রোগী।

এই বিভাগের আরও খবর