chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ দেখা যাবে চট্টগ্রামেও

অবশেষে ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মাহমুদ দিদারের সিনেমা ‘বিউটি সার্কাস’। এরই মধ্যে সিনেমার প্রচারণায় রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিত যাচ্ছে সিনেমাটির পুরো টিম।

এরই ধারাবাহিকতায় আজ বিকেলে ‘বিউটি সার্কাস’ টিম যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উপস্থিত থাকবেন সবাই।

বিউটি সার্কাসের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৫টায় টিএসসিতে উপস্থিত থাকবেন নির্মাতা ছাড়াও ছবির প্রধান চরিত্র জয়া আহসান। থাকবেন চিত্রনায়ক ফেরদৌস, এবিএম সুমন, চিরকুট এর সুমী এবং অ্যাশেজ এর জুনায়েদ ইভান।

সিনেমাটি নিয়ে উপস্থিত দর্শকের সঙ্গে কথা বলবেন জয়া, ফেরদৌস, সুমনরা। একই সঙ্গে চলচ্চিত্রের প্রকাশিত দুটি গান গেয়ে মাতাবেন সুমী ও ইভান। সরকারি অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘বিউটি সার্কাস’ নিবেদন করেছে বসুন্ধরা গুঁড়া মসলা। সুমী ও ইভান ছাড়া চলচ্চিত্রটিতে আরও গান গেয়েছেন টুনটুন বাউল।

 

ছবিটির নির্মাতা মাহমুদ দিদারের বাড়ি কক্সবাজার জেলায়। বেশ কিছু নাটক পরিচালনায় নিজের নৈপুণ্য ও পারদর্শিতা দেখিয়েছেন মাহমুদ দিদার। চট্টগ্রামের সিনেপ্লেক্সেও যথারীতি দেখা যাবে ‘বিউটি সার্কাস ‘। বিউটি সার্কাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের মানুষের আগ্রহ দেখা যাচ্ছে।

সিনেমা প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, ‘মুক্তির আগেই “বিউটি সার্কাস” নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। সিনেমাটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে। আশা করছি, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক সিনেমাটি হলে গিয়ে দর্শক উপভোগ করবেন।’

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘২ যুগ ধরে সিনেমায় কাজ করছি। সিনেমাকে ভালোবাসি বলে এখনও কাজটা করছি। তাই মানুষ যখন বলে, বাংলা সিনেমা ধ্বংস হয়ে গেছে বা যাচ্ছে তখন বুকটা কেঁপে ওঠে। মেনে নিতে পারি না। সার্কাস, যাত্রা আমাদের মূল সংস্কৃতির বড় একটা অংশ হওয়ার পরও দিনদিন হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যেতে বসা সংস্কৃতি নিয়ে যেমন বিউটি সার্কাস নির্মিত হয়েছে তেমনি সিনেমাটাও হারিয়ে যাওয়ার আগে , এটার নানা বিষয় ধরে সিনেমা বানানোর সময় এসেছে।’