চট্টগ্রাম নগরে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা নেভি গেইট এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম শফি উদ্দিন। তিনি কর্ণফুলী এলাকায় একটি প্রতিষ্ঠানে আনসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষনিক তার বিস্তারিত পরিচয় কেউ জানাতে পারেনি।
এদিকে ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে জানালেন ইপিজেড থানার ডিউটি অফিসার।
ইপিজেডে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি জানান, বুধবার বিকেলে ইপিজেড থানাধীন নেভি গেট এলাকার হযরত আলী শাহ মসজিদের বিপরীত পাশে দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই মোটরসাইকেল আরোহী।
খবর পেয়ে ইপিজেড থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে। লাশ বর্তমানে মর্গে রাখা আছে জানালেন এ পুলিশ কর্মকর্তা।
চখ/আর এস