chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে কয়েক ঘন্টার ব্যবধানে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৃথক স্থানে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর একটার মধ্যে উপজেলা পৌরসদরের পৃথক স্থানে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত শিশুরা হলেন, সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়া এলাকার প্রবাসী কামাল উদ্দিনের মেয়ে নাহিমা আক্তার ও পৌর সভার ৯ নং ওয়ার্ড শিবপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে মো. মাশরাফি (৭)।

নিহতের স্বজনরা জানান, শিশু নাহিমা বাড়ির অন্যান্য শিশুদের সাথে উঠানে খেলার চলে পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই দিন দুপুরে পৌর সভার ৯ নং ওয়ার্ড শিবপুর গ্রামে বাড়ির পুকুরে অন্যান্য ছেলেদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সাত বছরের শিশু মাশরাফি। কিছুক্ষণ পর তার মৃতদেহ ভেসে উঠে। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর