chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রানির শেষকৃত্যে সংগীত না গাওয়ার অভিযোগ হ্যারির বিরুদ্ধে

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে রাজকীয় সংগীত গাননি বলে অভিযোগ উঠেছে। এনডিটিভি জানিয়েছে, গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা ছাড়াও দুই হাজার মানুষ অংশ নেয়। তারা সবাই ‘গড সেভ দ্য কুইন’ গেয়ে রানির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিযোগ তুলেছেন, এই সংগীত গাওয়ার সময় হ্যারির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল না।

অন্যদের সঙ্গে হ্যারি সম্ভবত সংগীত গাননি। এমন একটি ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে।

 

এক ভিডিওটিতে দেখা যায়, প্রিন্স হ্যারি আশপাশে তাকাচ্ছেন। সংগীতের শব্দগুলোর সঙ্গে দ্রুত ঠোঁট মেলাচ্ছেন না। তার এমন আচরণে নেটিজেনদের মধ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে।

কমনওয়েলথভুক্ত অধিকাংশ দেশের জাতীয় কিংবা রাজকীয় সংগীত ‘গড সেভ দ্য কিং বা কুইন’। অনেকেই অভিযোগ করেছেন, জাতীয় সংগীত গাইছেন না প্রিন্স হ্যারি। হ্যারির এমন কাণ্ডে হতাশা প্রকাশ করেছে নেটিজেনদের একাংশ।

অবশ্য হ্যারির পক্ষও নিয়েছেন অনেকে। তাদের দাবি, হ্যারিকে গাইতেই দেখছেন তারা। ভিডিওতে রাজা তৃতীয় চার্লসকেও সংগীত চলা অবস্থায় ঠোঁট নাড়াতে দেখা যায়নি।

সূত্র : এনডিটিভি।

এই বিভাগের আরও খবর