chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম এবং সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ৬জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম কলেজের উদ্ভিদ বিজ্ঞান ভবনের দিকে এ ঘটনা ঘটে।

আহত ছাত্ররা হলেন- গণিত চতুর্থ বর্ষের সাফায়েত হোসেন রাজু , এইচএসসি দ্বিতীয় বর্ষের হামিম রাফসান, ইসলাম ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের জাহেদুল, স্নাতক তৃতীয় বর্ষের ওয়াহিদুল রহমান সুজন ও ইতিহাস প্রথম বর্ষের আলিফ জাবেদ। এ ঘটনায় রাজ নামে এক সাধারণ শিক্ষার্থীও হামলার শিকার হয়েছে বলে জানা যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের মজুমদার চট্টলার খবরকে বলেন, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর