chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অল্পের জন্য বেঁচে গেলেন

সড়কের মাঝপথে সিটি সার্ভিস বাস থামিয়ে যাত্রী নামালেন।  যাত্রী সাহেনা শারমিন গাড়ি থেকে নামতেই এসে পড়ল আরেক বাস। চালক ব্রেক করায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তিনি। এ দৃশ্য দেখে এক পথচারী এই নারীর উদ্দেশে বলেন,

অল্পের জন্য বেঁচে গেলেন‘অল্পের জন্য বেঁচে গেলেন।’ জবাবে শারমিন ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আর কত দিন জীবন হাতে নিয়ে গাড়ি থেকে নামতে হবে।’

অল্পের জন্য বেঁচে গেলেন

এ ঘটনার অদূরে  অপর যুবককে সড়কের মাঝপথে বাস থেকে নামিয়ে দেয়ার দৃশ্য দেখা যায়।  প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চালকরা যাত্রীদের রাস্তার একপাশে না নামিয়ে মাঝপথে নামিয়ে দেয়।

অল্পের জন্য বেঁচে গেলেন এতে প্রতিযোগিতা করে সড়কে চলা গাড়ির ফাঁকে পড়ে প্রায় ঘটছে হতাহতের ঘটনা। ছবিগুলো পতেঙ্গা কাঠগড় এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে তোলা।

এই বিভাগের আরও খবর