chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পৌরসদরের কে এম প্লাজা নামের একটি মার্কেটে থাই এ্যালুমনিয়ামের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টার দিকে ওই মার্কেটের তিন তলায় ‘ফারুকে আজম হজ্ব কাফেলার’ অফিসে এ ঘটনাটি ঘটে।

নিহত ওই শ্রমিকের নাম মো. জাহিদ হোসেন। বয়স ২০ বছর। সে সীতাকুণ্ড পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড আমিরাবাদ এলাকার মো. হারুনের ছেলে। ভাই-ভাই ওয়ার্কসপ নামের একটি প্রতিষ্ঠানে সে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ সোমবার সকালে ফারুকে আজম হজ্ব কাফেলা অফিসে থাই অ্যালুমুনিয়ামের কাজ করছিলো। অসাবধানতাবশত তার হাতে থাকা এ্যালুমনিয়ামের একটি পাত পার্শ্ববর্তী ১১ হাজার ভোল্টের তারের সাথে লেগে সে স্পৃষ্ট হয়।

গুরুতর আহাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে নিহত পরিবারের পাশে দাড়াবেন বললেন ফারুকে আজম হজ্ব কাফেলার মালিক শফিকুল ইসলাম।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর