chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে সাত ভবন মালিককে জরিমানা; চসিকের

নির্মাণাধীন ভবনে  ও  ছাদ বাগানে জমাটবদ্ধ পানি পাওয়ায় সাত ভবন মালিককে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার নগরীর মেহেদীবাগ, চট্টেশ্বরী, জালালাবাদ হাউজিং ও রেলওয়ে হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা সহায়তা করেন।

সিটি করপোরেশন সূত্র জানায়, এডিস মশার বংশ বিস্তার রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেহেদীবাগ, চট্টেশ্বরী রোড, উত্তর পাহাড়তলীর জালালবাদ হাউজিং ও পাহাড়তলী রেলওয়ে হাউজিং এলাকায় সাতটি ভবনের জমাটবদ্ধ পানির উৎস পান আদালত। এরমধ্যে ছাদ বাগানের টব ও নির্মাণাধীন ভবনে পানি জমে থাকতে দেখা যায়। সাত ভবন মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের পর ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই বিভাগের আরও খবর