chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেয়াদোত্তীর্ণ প্রসাধনী রাখায় স্যানমার ওশান সিটি ৩ দোকানিকে জরিমানা

নগরীর অভিজাত শপিং মল স্যানমার ওশান সিটি কমপ্লেক্সের ৩টি প্রসাধনীর দোকান মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আজ সোমবার সকালে অভিযানে নেমে এ জরিমানা করে ।

এসময় এসব দোকানে অবৈধপথে আমদানি করা বিদেশি বিভিন্ন প্রসাধনীর সন্ধান পায় ভোক্তা অধিকার।

চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন জানান, স্যানমার ওশান সিটিতে ৩টি কসমেটিকসের দোকানকে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। এছাড়া অবৈধ পথে আমদানি করা বিভিন্ন প্রসাধনীও পাওয়া যায় এসব দোকানে। আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ও দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে আফ্রা কসমেটিকসকে ১৫ হাজার, গ্ল্যাম সিটিকে ৩ হাজার ও রেড রুট নামে আরও একটি প্রতিষ্ঠান মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে জিইসি মোড় এলাকায় হক ফার্মেসি ও নিজামপুর ড্রাগ হাউজ নামে দুই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

নাসরিন আক্তার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, অনিয়ম পাওয়ায় ৫টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর