রাউজানে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি একটি এলজি ও দুটি কার্তুজসহ মো. মানিক (৩৭) নামের এক অধৈব অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার সময় উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডস্থ চিকদাইর আওয়ামীলীগ অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মানিক একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নেওয়াজ গাজীর বাড়ির মৃত ফোরক আহাম্মদের ছেলে।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন। তিনি বলেন, অস্ত্র বিক্রির গোপন সূত্রের খবরে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীলের নের্তৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মানিককে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।
ওসি বলেন, গ্রেফতার মানিকের বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। রবিবার রাতে তার বিরুদ্ধে আরো একটি অস্ত্র আইনে মামলা (মামলা নং-১৩ তারিখ-১৮/০৯/২২) দায়ের করে সোমবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।
চখ/আর এস