chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির পাশে কলা গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে মো.তসলিম (৪২) নামের এক কৃষক।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়ারিস মুন্সির বাড়ীতে ঘটনাটি ঘটে। নিহত তসলিম ওই বাড়ির মৃত মুন্সি মিয়ার ছেলে।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে কলা গাছ কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সকাল সাড়ে ১০টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কধুরখীল ইউনিয়ন পরিষদের সদস্য কোহিনূর আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তসলিমের দুই ছেলে এক মেয়ে রয়েছে। তিনি কৃষিকাজের পাশাপাশি মুদির দোকান করতেন বলে জানা গেছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর