chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বপ্নের ফাইনালে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

স্বপ্নের ফাইনালে শুরুতেই এগিয়ে গেল বাংলাদেশ। শক্তিশালী নেপালের বিপক্ষে মাত্র ১৪ মিনিটেই শামসুন্নাহার জুনিয়রের গোলে এগিয়ে  যায় বাংলাদেশ।

মনিকা চাকমার ডান প্রান্ত থেকে করা ক্রস বক্সের মধ্যে দারুণভাবে নিজের স্কিল দেখান শামসুন্নাহার। কোনাকুনি প্লেসিংয়ে তিনি গোল করেন।

খেলার ৪২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণারানী সরকার।

মেয়েদের সাফে প্রথম শিরোপা জয়ের দুয়ারে বাংলাদেশ। স্বাগতিক নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোয়া ৫টায় খেলাটি শুরু হয়েছে।

সাফের ষষ্ঠ আসরে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে শিলিগুড়িতে স্বাগতিকর ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপার হাতছাড়া করে। আজ সেই আক্ষেপ ঘোচাতে চান মেয়েরা।

অন্যদিকে নেপাল সাফে এনিয়ে পঞ্চমবার ফাইনালে খেলছে নেপাল। আগের পাঁচবারের ফাইনালেই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা।

আগের সব সাফে বিজয়ী ভারত এবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এবার ফাইনালে ওঠার পথে গ্রুপপর্বে ভারতকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: রুপা চাকমা (গোলরক্ষক) সাবিনা খাতুন (অধিনায়ক) শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, সাসুরা পারভিন, মণিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রাণী সরকার ও স্বপ্না জাহান।

এই বিভাগের আরও খবর