chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দুই লাখ ইভিএম মেশিন কেনার প্রকল্প অনুমোদন ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরো ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম )কেনার জন্য ৮ হাজার হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১৯ সেপ্টেম্বর)  নির্বাচন কমিশনের বৈঠকে এ প্রকল্প প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারের অনুমোদনের জন্য এ প্রকল্প এখন পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।

দুপুরে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় প্রায় দুই লাখ ইভিএম কেনা হবে। এ ছাড়া ইভিএম সংরক্ষণ জনবল তৈরি ও প্রশিক্ষণের জন্য এখানে ব্যয় রাখা হয়েছে।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর