chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে ভূমি অফিস থেকে এক দালাল আটক

চট্টগ্রাম নগরের কাট্টলি সার্কেল ভূমি অফিস থেকে মো. ইসহাক (৬৫) নামে এক দালালকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমের ১০ হাজার টাকা জরিমানার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আজ রোববার বেলা ১২ টার দিকে নগরের কাট্টলি সার্কেল ভূমি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, মো. ইসহাক একজন দালাল। তিনি ৫-৭ বছর ধরে ভূমি অফিসে বিভিন্ন মানুষের নামজারি ও কোর্টের মামলা নিয়ে দালালি করেন। এজন্য তিনি ভূক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, এই ব্যক্তি প্রায় অফিসে বিভিন্ন তদবির নিয়ে আসেন। তাকে কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি বিভিন্ন ব্যাক্তিকে ভূমি অফিসের কর্মচারী পরিচয় দিয়ে নামজারী করাতে আসেন। সেবাগ্রহীতা সেজে বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েকগুণ বেশি টাকা নিয়ে নামজারী করার কাজ করছিলেন। আজ একই কাজ করতে এসে তিনি আমাদের কাছে ধরা পড়েন। পরে জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেন।

এই বিভাগের আরও খবর